Swiss Army Man Hollywood Movie





Download Movie

ইতিহাসের সেরা অদ্ভুত মুভির তালিকায় এই মুভিটা টপ থ্রিতে থাকবে। একজন ব্যাক্তি প্রশান্ত মহাসাগরের একটা দ্বীপে আটকে পড়েছে তার মৃত্যু অনিবার্য। সে হাল ছেড়ে দিয়ে সুইসা*ইড করতে যাবে তখনি দ্বীপে ভেসে আসে একটা মৃতদেহ। আর এই মৃতদেহর কিছু সুপারপাওয়ার রয়েছে। এই মৃতদেহ সাগরে স্পিডবোটের মতো ভাসতে পারে,মুখ দিয়ে পানি দিতে পারে এবং সঠিক পথ দেখাতে পারে। অদ্ভুত কনসেপ্ট তাই না? এই মৃতদেহ নিয়ে ডিপ্রেসড এক মানুষের সাগরের বুকের দ্বীপ এবং গভীর জঙ্গল ভেদ করে বেচে ফেরার গল্পই দেখাবে ” Swiss Army Man “.. একজন জীবিত ব্যাক্তি এবং একজন মৃত ব্যাক্তির এক অদ্ভুত অকল্পনীয় জার্নি দেখতে হলে দেখতে হবে ” Swiss Army Man ” মুভিটি।

Movie: ” Swiss Army Man ”
Director : Daniel Kwan, Daniel Scheinert
Cast:Daniel Radcliffe, Paul Dano Etc
Country : USA
Genre : Fantasy Adventure Comedy

মুভিতে নায়ক নায়িকা খোজা পাবলিকদের কাছে এটা ইতিহাসের সেরা ফালতু মুভি হিসেবে গন্য হতে পারে। তবে আপনি যদি মন দিয়ে মুভিতে ডুবে বোঝার ট্রাই করেন তাহলে বুঝবেন এক অদ্ভুত অবাস্তবিক গল্পের মাধ্যমে পরিচালক আমাদের লাইফের কত বড় একটা ম্যাসেজ তুলে ধরেছেন। ” Border ” নামে সুইডেনের একটা মুভির কথা মনে পড়ে যাচ্ছে সেটাও ছিল এক অদ্ভুত গল্পের মুভি। ” Swiss Army Man ” ও সেরকমই এক অদ্ভুত গল্পের মুভি। আমি শুধু এতটুকুই বলবো, যারা প্রতিনিয়ত আমার রিভিউ ফলো করে মুভি দেখেন তারা নিশ্চিন্তে দেখতে বসে পড়ুন আপনার কল্পনার বাহিরের কনসেপ্ট এর কিছু অপেক্ষা করছে আপনার জন্য।

Daniel Radcliffe অসাধারণ অভিনয় করেছে। Paul Dano চমৎকার অভিনয় করেছে। মুভিটি বিভিন্ন ক্যাটাগরিতে ৮টি এওয়ার্ড পেয়েছে।

৯৭ মিনিটের বেশ ছোট মুভি তবে আপনার পুরোটা সময় বোরিং লাগবে তবে আপনি পরিচালকের ভাষাটা বুঝতে পারলে জাস্ট থ হয়ে বসে থাকবেন অদ্ভুত এপিক একটা গল্প। হিন্দি,উর্দু,উগান্ডা ডাব নেই। ইংরেজি ডাব রয়েছে অথবা বাংলা সাবটাইটেল দিয়ে দেখে নিতে পারেন। ভুলেও পরিবার নিয়ে দেখবেন না। প্রচুর এডাল্ট দৃশ্য রয়েছে। শেষে শুধু এতটুকুই বলবো, ” Swiss Army Man ” আহামরি মুভি নয় তবে ভিন্ন ধাচের অদ্ভুত কিছু দেখতে চাইলে এটা মাস্টওয়াচ।

ব্যাক্তিগত রেটিং ৮/১০ ?

✍️ আবির আফসাহ??

Download Movie Swiss Army Man Hollywood Movie

Click to rate this post!
[Total: 0 Average: 0]

Share with friends :